২।
দুপুরে বৃষ্টি ভালো হযেছিল , তাই আজ মোবাইল নেট ছেড়ে বকুল ঘুমোচ্ছিল , হটাত ঘুম ভেঙ্গে যায়
বকুলের , মোবাইল অন করে দ্যাখে প্রায় পাঁচটা , লাফিয়ে বিছানা ত্যাগ করে , ইশশ আবার
মুটিয়ে যাব যে। তখনও মেঘলা আকাশ , মৈনাক এখনও ফেরেনি আজ , বাইরেটা বেশ ঠান্ডা ,
বসার ঘরে জানালা খুলে দিয়ে এক কাপ চা নিয়ে বসে বকুল। এই সময়টা অত্যন্ত প্রিয় ওর কাছে ,
আজ কিছুটা নস্টালজিক করে দিয়েছে weather . মনে পড়ে যায় পুরনো দিনের কথা।
কলেজ এর যুগে সে সময়কার মেয়েদের তুলনায় সাজ পোশাকে অনেক বেশি মডার্ন ছিল , তার
উজ্জ্যল শ্যামবর্ণ রং , কোকড়ানো ঘন কালো চুল , ভালো ফিগার , সুন্দর হাসি তাকে আকর্ষনীয়
করে তুলেছিল।
বকুল একটু হলেও অন্যদের চেয়ে আলাদাই ছিল , স্ট্রং প্রিন্সিপল বেসড , প্রেম যার
সাথে বিয়ে তাকেই করব। মনে পরে যায় মৈনাকের সাথে প্রথম দেখা , কেমিস্ট্রি tution এ ,
একটা ভাইটাল ক্লাস মিস করার দরুন স্যার মৈনাক দের ব্যাচ এ আসতে বলে , ক্লাস শুরু হওয়ার
মিনিট পনেরোর পর মৈনাক হাজির হয় ক্লাস এ , স্যার এর বিরক্তি এড়িয়ে মৈনাকের দৃষ্টি আটকে
তার দিকে ., বকুল অবাক হযে ভাবে , কেমন ছেলে রে বাবা , ঘেমে নেয়ে , পায়ে কাদা
লাগিয়ে দেরী করে পড়তে এসেছে।
এরপরের ঘটনাটা যেন সিনেমার মতন , ক্লাস অফ হলো রাত সাড়ে নটা।
বাবা নিতে না আসাতে স্যার মৈনাক কে ডেকে বলেন , "তুমি তো ওই পথ দিয়ে যাবে , বকুল কে
ছেড়ে দেবে " বকুল অস্বস্থি তে পড়ে যায় , বলে তুই আগে আগে চল। মৈনাক তো চাইছিল
একটু আলাপ করতে , কিন্তূ বকুল কোনো কথা বলেনি , ভাবছিল ছেলেটা যদি কিছু করে ,
চেনে না , জানে না , শুধু মৈনাক বিদায় নেবার আগে বলেছিল " একটা thanks তো আমার
পাওয়া উচিত , একটু হেসে উত্তর ছিল " Thank You "
পরের দেখাতে , মৈনাক কে দারুন লাগছিল দেখতে , একটা অফ white কটন
pant , গোলাপী সাদা রঙের ফুল স্লীভ tshirt আর দুধ সাদা রঙের sandal পরে হেঁটে যাচ্ছিল
বকুলদের বাড়ির পাশ দিয়ে , বকুল বাইরে দাড়িয়েছিল বিকেল বেলা , দেখা হতেই হাসি বিনিময় ,
কোনো কথা হলো না , মৈনাকের মন একটু হলেও খারাপ হযেছিল সেদিন। বকুল কে স্মর্ট
লাগছিল , একটা জিন্স এর স্কার্ট আর নীল সাদা টপ পরেছিল।সেটা ছিল সন ৯৪-৯৫, তখন
ওরা higher secondary তে।
আজকাল বকুল খুব ব্যস্ত , নিজের ছেলে মেয়ে ঘর সংসার নিয়ে , তবে সময়
বের করে সোশ্যাল নেটওয়ার্কিং ভালই লাগে তার , এটা হযেছে আজ দু বছর , আগে খুব
conservative mind এর মেয়ে ছিল ,এখন যদি চ্যাট করতে ভালবাসে তো তার জন্য মৈনাক
দায়ী ।
................................x ...............................