Monday, 29 July 2013

na parar mon




আমার না পারাটা , যেন কতখানি পাওয়া। 

        ক্লান্ত শরীর .. যখন কোনমতে  বিছানায় ......
           হাতড়ে বেড়ায় সেই সাদা নরম বালিশ ..... 
      
 আশায় ভরা  মনের তখন, স্বপ্ন রাজ্যে যাওয়া। 


 স্বপ্ন আবার সাদাকালো , যেমন দিনের শেষে। 

       ফসকে যাওয়া ট্রেন এর সময় ..... আর পরিচিত হাসি   ......
           তৃষ্ণা চোখে ফসকে যাওয়া  দশ মিনিটের  দেখা  ....
     
  না পারার  মনটা je তাই  , হারায় অচীন  দেশে। 

            

Saturday, 6 July 2013

polashia " Bokul "


                                                                         ২।

দুপুরে বৃষ্টি ভালো হযেছিল , তাই আজ মোবাইল নেট ছেড়ে বকুল ঘুমোচ্ছিল , হটাত ঘুম ভেঙ্গে যায়

বকুলের , মোবাইল অন করে দ্যাখে প্রায় পাঁচটা , লাফিয়ে বিছানা ত্যাগ করে , ইশশ  আবার

মুটিয়ে যাব যে। তখনও  মেঘলা আকাশ , মৈনাক এখনও ফেরেনি আজ , বাইরেটা বেশ ঠান্ডা ,

 বসার ঘরে জানালা খুলে দিয়ে এক কাপ চা নিয়ে বসে বকুল। এই সময়টা অত্যন্ত প্রিয় ওর কাছে ,

আজ  কিছুটা নস্টালজিক করে দিয়েছে weather . মনে পড়ে যায় পুরনো দিনের কথা।

 কলেজ এর যুগে  সে সময়কার মেয়েদের তুলনায় সাজ পোশাকে অনেক বেশি মডার্ন ছিল , তার

উজ্জ্যল শ্যামবর্ণ রং , কোকড়ানো ঘন কালো চুল ,  ভালো  ফিগার , সুন্দর হাসি  তাকে  আকর্ষনীয়

করে তুলেছিল।

                    বকুল একটু হলেও অন্যদের চেয়ে আলাদাই ছিল , স্ট্রং প্রিন্সিপল বেসড , প্রেম যার

সাথে বিয়ে তাকেই করব। মনে পরে যায় মৈনাকের সাথে প্রথম দেখা , কেমিস্ট্রি tution  এ ,

একটা ভাইটাল ক্লাস মিস করার দরুন স্যার মৈনাক দের ব্যাচ এ আসতে বলে , ক্লাস শুরু হওয়ার

মিনিট পনেরোর পর মৈনাক হাজির হয় ক্লাস এ , স্যার এর বিরক্তি এড়িয়ে মৈনাকের দৃষ্টি আটকে

তার  দিকে ., বকুল অবাক হযে  ভাবে , কেমন ছেলে রে বাবা , ঘেমে নেয়ে , পায়ে কাদা

লাগিয়ে দেরী করে পড়তে এসেছে।

                 এরপরের ঘটনাটা যেন সিনেমার মতন , ক্লাস অফ হলো রাত সাড়ে নটা।

বাবা নিতে না আসাতে স্যার মৈনাক কে ডেকে বলেন ,  "তুমি তো ওই পথ দিয়ে যাবে , বকুল কে

ছেড়ে দেবে " বকুল  অস্বস্থি তে পড়ে যায় , বলে তুই আগে আগে চল। মৈনাক তো চাইছিল

একটু আলাপ করতে , কিন্তূ বকুল কোনো কথা বলেনি , ভাবছিল ছেলেটা যদি কিছু করে ,

চেনে না , জানে না , শুধু মৈনাক বিদায় নেবার আগে বলেছিল " একটা thanks তো আমার

পাওয়া উচিত , একটু হেসে উত্তর ছিল  " Thank You "

                    পরের দেখাতে , মৈনাক কে দারুন লাগছিল দেখতে , একটা অফ white কটন

pant , গোলাপী সাদা রঙের ফুল স্লীভ  tshirt আর দুধ সাদা রঙের sandal পরে হেঁটে যাচ্ছিল

বকুলদের বাড়ির পাশ দিয়ে , বকুল বাইরে দাড়িয়েছিল বিকেল বেলা , দেখা হতেই হাসি বিনিময় ,

কোনো কথা হলো না , মৈনাকের মন  একটু হলেও খারাপ হযেছিল সেদিন। বকুল কে স্মর্ট

লাগছিল , একটা জিন্স এর স্কার্ট আর নীল সাদা টপ পরেছিল।সেটা ছিল সন ৯৪-৯৫, তখন

ওরা higher secondary তে।

                      আজকাল বকুল খুব ব্যস্ত , নিজের ছেলে মেয়ে ঘর সংসার নিয়ে , তবে সময়

বের করে  সোশ্যাল নেটওয়ার্কিং ভালই লাগে তার , এটা হযেছে আজ দু বছর , আগে খুব

conservative mind এর মেয়ে ছিল ,এখন যদি চ্যাট করতে ভালবাসে তো তার জন্য মৈনাক

দায়ী ।

                               ................................x ...............................

Thursday, 4 July 2013

polashia " Mainak Porichity"

                                                                      ১ .

 জীবন , কোনো চলচিত্র , অভিনয় থেকে যে কম কিছু নয় তা বেশ বুঝতে পেরে মনে মনে হাস ছিল

চল্লিশ ছুই ছুইমৈনাক ঘটক , পেশায় মাইনিং  ইঞ্জিনিয়ার ! একদিকে  প্রকিতী র  বিরুধ্যে অসম্ভভ

 সব কাজ , আবার অপর দিকেবকুলের বহু পুরাতন অভিযোগ , প্রায় বিয়ের পর থেকেই। বাসা

পাল্টাবে, বকুলের পছন্দ নয়  জায়গাটা ,আজ সকাল থেকে একটু বাড়াবাড়ি হযে গেল , বেচারা মৈনাক ,

এক দিনের ক্যাজুয়াল টা পুরোটাই মাটি। অগত্য গাড়ি বের করে , দু এক জায়গাতে কযেকটা ফ্ল্যাট

এপার্টমেন্ট দেখিয়ে , সব কটার ডি মেরিটস বের করে বকুলের উদ্দেশ্যে প্রশ্ন , বল কোনটা র ব্যাপারে

কথা বলব! ভাব খানা এমন , যে মনে হয় আজি ফাইনাল করে আসবে সে! খানিক্ষণ চুপ থেকে

 বকুল বলে , একটু বাজারে দাড়াবে , মাছ নেব , ভাত খাবার সময় তো না হলে আজমহাভারত

অশুধ্য  হবে , ইষৎ হেসে ঘাড় নাড়িয়ে সম্মতি জানায় মৈনাক! অভিনয় ছাড়া আর কী!

                   বিকেলে বেশ একটা ভাত ঘুম সেরে হাতে চা এর পেআলা নিয়ে ব্যালকনি আর ঘর

পায়চারী করছিল মৈনাক , চিন্তা তে ছিল শুধু সন্ধ্যে বেলাটা! বকুল তো এক প্রকার রেগেই আছে ,

কী করে ড্রিঙ্কস করা যাবে! হটাত, বিন্তি, নীচ থেকে চেচিয়ে ডাকে , বাবা আমার প্রিন্ট আউট গুলো

 আনতে যাবে না ? ব্যাস , এই তো সুযোগ , কালবিলম্ব না করে বকুল কে ডাক পাড়ে , শোনো ,

 চলো একবার মার্কেট যেতে হবে , বিন্তি র কযেকটা প্রিন্ট আউট নিতে হবে , তোমার কিছু কাজ আছে কী ?
                                                   
                  এই মোখ্যম  দাবাই কাজ করে , উত্তর আসে , চল তাহলে আমিও একটু পার্লার যাব।

সেই কলেজ থেকে প্রেম , তারপর বিয়ে , তবে বিস্তর কাঠখর পুড়িয়ে হযেছিল বিয়েটা। মৈনাক 

জীবনের প্রথম পর্বে  একটা ভালো আই টি কোম্পানি তে কাজ করত , কিন্তু বকুলের মা বেঁকে বসেন ,

 সরকারী চাকরি ছাড়া বিয়ে দেবেন না।

              তারপর অদ্ভুত ভাবে coal ইন্ডিয়া তে চাকরী ও বিয়ে , সেও এক মস্ত উপাখ্যান।

 সেই সময় মৈনাক ,

                        ২৭ শে পা রাখা দৃড় পদখ্যেপ , সদ্য ছাড়া ফুটবল খেলার পেটানো চেহারা , ফর্সা রং

 আর তার সঙ্গে কো এড  ইংলিশ মিডিয়াম থেকে পাস আউট স্মার্টনেস , মোটা  গোঁফ, টিকেলো নাক।

 সেই সময়কার সুন্দরীরা  সঙ্গত কারণেই , বন্ধ্যুত্যের হাত বাড়াতে দ্বিধা বোধ করত না।

অবাক করা কনফিডেন্স এর জন্য ছেলে মহলে লিড রোলেই থাকত , প্রেম বিবাহ তো অনিবার্য্য ছিল। অবশেষে  মৈনাক আর বকুল যুক্তি তর্কে ঘরের

লোকেদের বুঝিয়ে সুন্দর এক arrange ম্যারেজ এর arrangement এ লাগিয়ে ফেলে।

 মৈনাকের কাছে সেটা খুব বড় পদেখ্যেপ ছিল , কারণ চাকরি জীবনের প্রারম্ভেই বিয়ে,

গোছাবার সময় টা সে পায়নি।

                                                         ......................X........................







              

Thursday, 6 June 2013

FUN AT GULMARG .....


             I found the training session very helpful ... thus listening to my trainer carefully.......



but during the time of skiing ......the results .....showed below .......


it was much easier for me as ... throughout skiing .... my trainer .... pulled and pushed me .....
it was really a great fun and after twenty minutes or so, when my trainer surrendered ....
all started laughing at us .... and me too , on my trainer .... 
when he exhaled a lot of air from his mouth with this words ...... aur nahi saabjee ......


Tuesday, 4 June 2013

KALUK , ANOTHER DESTINATION .... West Sikkim



what an experience ... i taste the hill life in rains .... there's a small hilly village called "Kaluk" at West Sikkim ...... approx 5,500 ft above sea level ... so beautiful , the full kanchendzonga range is clearly visible most of the year ..... but i missed though, due to rain .....


as if an artist painted the peaks .....


as if the clouds bridging the gaps ..........
a slow progress is going on to make it another wonderful destination on earth .....
the local people are very co-operative , and social too ... i was invited the next morning 
by a local taxi driver Suresh to have a cup of tea with his family , all it happened surprisingly..
while i was taking a walk on the next morning , suddenly rain started and unfortunately i left my umbrella at my hotel room  


suresh was walking behind me , instead of crossing me he asked me to enter inside his umbrella..
i did what he said and after few conversations he invited me to have a cup of tea at his hut which is 
"pas main hai sir , please chalye " 
i went there and had a warm reception by his family , indeed they are very innocent , caring and social people ..... i am thankful to them ...

its in a developing phase , and lot of constructions is going on through out ... the best season to visit here 
is in the month of October and November or Feb and March ..... i m interested to visit 
another time to get the total beauty and serenity of "Kaluk" 







Thursday, 21 February 2013

louv lalosar boli

বাবু ,,

           তুরা বলিস ক্যানে বলী ---
            চিচায় চিচায় ময়রছে উরা .....
            কী বলীদান দিলি !!

                   কাল সাঁঝের বিলা আনলি তারে সাইকেলেতে চড়ে ....
                   চাং চ্যাঙ্গা সেই কালো পাঠা , সবার নজর নিল কেড়ে ....
                   আমি হেমা , দেবী কত খেললি উআর সাথে ...
                   তুইও এলি বারে বারে আঞ্জীর পাতা হাতে .....

         তাই কেমনি গেলি ভুলি ......
         ছটফটিয়ে ময়রছে উরা ....
         মনকামনার বলী !!

                  দ্যাখনা কত রক্ত বহে , মাটি হলো লাল .....
                  যে মাটি তে বানিয়ে মাকে , ডাকলি কত কাল ....
                  কিসের ভক্তি হাই রে বাবু , পাষান থেকেই গেলি ....
                  মায়ের কাছে সন্তানেরে হয়  নাকিরে  বলী ....

                                                                চিচায় চিচায় ময়রছে উরা
                                                                কেমনি গেলি ভুলি !!!

Monday, 18 February 2013

"baire bosonto "

 বাইরে এখনো পড়ন্ত বেলার মিঠে  রোদ .....

    বাতাস   এখনো শীতে মাখা ,  আছে পূবের রেশ .....

       তবুও  রাস্তার  ধারে  হার  মানেনি  সেই  রাধাচূড়া  .....

           যেন লাজে রাঙ্গা , লাল পেড়ে সাড়িতে , ডাকছে ......

               ইতি উতি পলাশ , জানায় আগমন  ঋতুরাজের  ....

                 আগমন  হোলি  , পোঙ্গল , বিহুর আর মিলন সমারোহের .....

                    আগমন   অপরুপা  প্রকিতি  আর নবীন মনের  , বাইরে যে বসন্ত !!!