১ .
জীবন , কোনো চলচিত্র , অভিনয় থেকে যে কম কিছু নয় তা বেশ বুঝতে পেরে মনে মনে হাস ছিল
চল্লিশ ছুই ছুইমৈনাক ঘটক , পেশায় মাইনিং ইঞ্জিনিয়ার ! একদিকে প্রকিতী র বিরুধ্যে অসম্ভভ
সব কাজ , আবার অপর দিকেবকুলের বহু পুরাতন অভিযোগ , প্রায় বিয়ের পর থেকেই। বাসা
পাল্টাবে, বকুলের পছন্দ নয় জায়গাটা ,আজ সকাল থেকে একটু বাড়াবাড়ি হযে গেল , বেচারা মৈনাক ,
এক দিনের ক্যাজুয়াল টা পুরোটাই মাটি। অগত্য গাড়ি বের করে , দু এক জায়গাতে কযেকটা ফ্ল্যাট
এপার্টমেন্ট দেখিয়ে , সব কটার ডি মেরিটস বের করে বকুলের উদ্দেশ্যে প্রশ্ন , বল কোনটা র ব্যাপারে
কথা বলব! ভাব খানা এমন , যে মনে হয় আজি ফাইনাল করে আসবে সে! খানিক্ষণ চুপ থেকে
বকুল বলে , একটু বাজারে দাড়াবে , মাছ নেব , ভাত খাবার সময় তো না হলে আজমহাভারত
অশুধ্য হবে , ইষৎ হেসে ঘাড় নাড়িয়ে সম্মতি জানায় মৈনাক! অভিনয় ছাড়া আর কী!
বিকেলে বেশ একটা ভাত ঘুম সেরে হাতে চা এর পেআলা নিয়ে ব্যালকনি আর ঘর
পায়চারী করছিল মৈনাক , চিন্তা তে ছিল শুধু সন্ধ্যে বেলাটা! বকুল তো এক প্রকার রেগেই আছে ,
কী করে ড্রিঙ্কস করা যাবে! হটাত, বিন্তি, নীচ থেকে চেচিয়ে ডাকে , বাবা আমার প্রিন্ট আউট গুলো
আনতে যাবে না ? ব্যাস , এই তো সুযোগ , কালবিলম্ব না করে বকুল কে ডাক পাড়ে , শোনো ,
চলো একবার মার্কেট যেতে হবে , বিন্তি র কযেকটা প্রিন্ট আউট নিতে হবে , তোমার কিছু কাজ আছে কী ?
এই মোখ্যম দাবাই কাজ করে , উত্তর আসে , চল তাহলে আমিও একটু পার্লার যাব।
সেই কলেজ থেকে প্রেম , তারপর বিয়ে , তবে বিস্তর কাঠখর পুড়িয়ে হযেছিল বিয়েটা। মৈনাক
জীবনের প্রথম পর্বে একটা ভালো আই টি কোম্পানি তে কাজ করত , কিন্তু বকুলের মা বেঁকে বসেন ,
সরকারী চাকরি ছাড়া বিয়ে দেবেন না।
তারপর অদ্ভুত ভাবে coal ইন্ডিয়া তে চাকরী ও বিয়ে , সেও এক মস্ত উপাখ্যান।
সেই সময় মৈনাক ,
২৭ শে পা রাখা দৃড় পদখ্যেপ , সদ্য ছাড়া ফুটবল খেলার পেটানো চেহারা , ফর্সা রং
আর তার সঙ্গে কো এড ইংলিশ মিডিয়াম থেকে পাস আউট স্মার্টনেস , মোটা গোঁফ, টিকেলো নাক।
সেই সময়কার সুন্দরীরা সঙ্গত কারণেই , বন্ধ্যুত্যের হাত বাড়াতে দ্বিধা বোধ করত না।
অবাক করা কনফিডেন্স এর জন্য ছেলে মহলে লিড রোলেই থাকত , প্রেম বিবাহ তো অনিবার্য্য ছিল। অবশেষে মৈনাক আর বকুল যুক্তি তর্কে ঘরের
লোকেদের বুঝিয়ে সুন্দর এক arrange ম্যারেজ এর arrangement এ লাগিয়ে ফেলে।
মৈনাকের কাছে সেটা খুব বড় পদেখ্যেপ ছিল , কারণ চাকরি জীবনের প্রারম্ভেই বিয়ে,
গোছাবার সময় টা সে পায়নি।
......................X........................
জীবন , কোনো চলচিত্র , অভিনয় থেকে যে কম কিছু নয় তা বেশ বুঝতে পেরে মনে মনে হাস ছিল
চল্লিশ ছুই ছুইমৈনাক ঘটক , পেশায় মাইনিং ইঞ্জিনিয়ার ! একদিকে প্রকিতী র বিরুধ্যে অসম্ভভ
সব কাজ , আবার অপর দিকেবকুলের বহু পুরাতন অভিযোগ , প্রায় বিয়ের পর থেকেই। বাসা
পাল্টাবে, বকুলের পছন্দ নয় জায়গাটা ,আজ সকাল থেকে একটু বাড়াবাড়ি হযে গেল , বেচারা মৈনাক ,
এক দিনের ক্যাজুয়াল টা পুরোটাই মাটি। অগত্য গাড়ি বের করে , দু এক জায়গাতে কযেকটা ফ্ল্যাট
এপার্টমেন্ট দেখিয়ে , সব কটার ডি মেরিটস বের করে বকুলের উদ্দেশ্যে প্রশ্ন , বল কোনটা র ব্যাপারে
কথা বলব! ভাব খানা এমন , যে মনে হয় আজি ফাইনাল করে আসবে সে! খানিক্ষণ চুপ থেকে
বকুল বলে , একটু বাজারে দাড়াবে , মাছ নেব , ভাত খাবার সময় তো না হলে আজমহাভারত
অশুধ্য হবে , ইষৎ হেসে ঘাড় নাড়িয়ে সম্মতি জানায় মৈনাক! অভিনয় ছাড়া আর কী!
বিকেলে বেশ একটা ভাত ঘুম সেরে হাতে চা এর পেআলা নিয়ে ব্যালকনি আর ঘর
পায়চারী করছিল মৈনাক , চিন্তা তে ছিল শুধু সন্ধ্যে বেলাটা! বকুল তো এক প্রকার রেগেই আছে ,
কী করে ড্রিঙ্কস করা যাবে! হটাত, বিন্তি, নীচ থেকে চেচিয়ে ডাকে , বাবা আমার প্রিন্ট আউট গুলো
আনতে যাবে না ? ব্যাস , এই তো সুযোগ , কালবিলম্ব না করে বকুল কে ডাক পাড়ে , শোনো ,
চলো একবার মার্কেট যেতে হবে , বিন্তি র কযেকটা প্রিন্ট আউট নিতে হবে , তোমার কিছু কাজ আছে কী ?
এই মোখ্যম দাবাই কাজ করে , উত্তর আসে , চল তাহলে আমিও একটু পার্লার যাব।
সেই কলেজ থেকে প্রেম , তারপর বিয়ে , তবে বিস্তর কাঠখর পুড়িয়ে হযেছিল বিয়েটা। মৈনাক
জীবনের প্রথম পর্বে একটা ভালো আই টি কোম্পানি তে কাজ করত , কিন্তু বকুলের মা বেঁকে বসেন ,
সরকারী চাকরি ছাড়া বিয়ে দেবেন না।
তারপর অদ্ভুত ভাবে coal ইন্ডিয়া তে চাকরী ও বিয়ে , সেও এক মস্ত উপাখ্যান।
সেই সময় মৈনাক ,
২৭ শে পা রাখা দৃড় পদখ্যেপ , সদ্য ছাড়া ফুটবল খেলার পেটানো চেহারা , ফর্সা রং
আর তার সঙ্গে কো এড ইংলিশ মিডিয়াম থেকে পাস আউট স্মার্টনেস , মোটা গোঁফ, টিকেলো নাক।
সেই সময়কার সুন্দরীরা সঙ্গত কারণেই , বন্ধ্যুত্যের হাত বাড়াতে দ্বিধা বোধ করত না।
অবাক করা কনফিডেন্স এর জন্য ছেলে মহলে লিড রোলেই থাকত , প্রেম বিবাহ তো অনিবার্য্য ছিল। অবশেষে মৈনাক আর বকুল যুক্তি তর্কে ঘরের
লোকেদের বুঝিয়ে সুন্দর এক arrange ম্যারেজ এর arrangement এ লাগিয়ে ফেলে।
মৈনাকের কাছে সেটা খুব বড় পদেখ্যেপ ছিল , কারণ চাকরি জীবনের প্রারম্ভেই বিয়ে,
গোছাবার সময় টা সে পায়নি।
......................X........................
No comments:
Post a Comment