Monday, 18 February 2013

"baire bosonto "

 বাইরে এখনো পড়ন্ত বেলার মিঠে  রোদ .....

    বাতাস   এখনো শীতে মাখা ,  আছে পূবের রেশ .....

       তবুও  রাস্তার  ধারে  হার  মানেনি  সেই  রাধাচূড়া  .....

           যেন লাজে রাঙ্গা , লাল পেড়ে সাড়িতে , ডাকছে ......

               ইতি উতি পলাশ , জানায় আগমন  ঋতুরাজের  ....

                 আগমন  হোলি  , পোঙ্গল , বিহুর আর মিলন সমারোহের .....

                    আগমন   অপরুপা  প্রকিতি  আর নবীন মনের  , বাইরে যে বসন্ত !!!

No comments:

Post a Comment