নিশীথে সেই ঝিঁঝির ডাক আজ নেই --
ফেলে আসা সেই সুন্দর সকালের দিন ,
আজ ধুসর , অবাঞ্চিত ,--
তবুও তো আছে রামধনু !
বার্ধ্যক্য নেই , মৃত্যু নেই , আছে যৌবন --
আছে নানান রঙের রাশ .......
মুছে ফেলে নীলিমার অহংকার ---
তার রহস্যময় বিচ্যুতি ... স্বপ্নের শিল্প --
রাঙ্গা হয় ণীলমের আঁচল !
যান্ত্রিক জীবনে আছে বিষে মাখা বাতাস , --
প্লাস্টিকের স্তুপে আছে বিকলাঙ্গ ভবিষ্যত ....
বেঁচে আছে মনুষত্য শুধু নেতার ভাষণে ...
তবুও, সে আনে .. শান্তি, সৌন্দর্য্য , রঙীন আভা ... রঙীন স্বপ্ন ..
সে যে সবার প্রিয় , ভালোলাগার ... রামধনু !

No comments:
Post a Comment