সারি দিয়ে ছুটছে সবাই
নেই যে কোনো সীমানা
আমি যেন হারিয়ে গেছি
দলছুট ই মোর ঠিকানা!
হতভাগ্য এই যন্ত্রযুগে
প্রথম হবার কল্পনা
মনুষত্বের মৃত্যু মিছিলে
হারালো বিবেক, যন্ত্রনা !
কোলের শিশু মা হারালো
নারীমুক্তির বিড়ম্বনা
মধ্যবিত্তের পিত্সমাজ
যেদিকে তাকায় , বঞ্চনা !
যেখানে বারুদের বিষাক্ত গর্ভে জন্মাচ্ছে ভভিষ্য়ত, বিবেকহীন মনুষত্যহীন মানুষে সমাজ ভরে গেছে ,
সব পাওয়ার আশাতে জন্মাচ্ছে অপরাধ , পাপ , হিংসা বিদ্বেষ -- কোথায় রবি কোথায় তোমার দেশ --
কোথায় ভোরের সানাই বাজে স্বপ্ন মাখা রেশ !!! তাই আমি দলছুট -- সবাই প্রথম , তাই করজোড়ে
নমস্কার করি আজকের এই আধুনিক যন্ত্রমানবদের ---- !
এই লেখা সম্পূর্ণ আমার নিজের মতামত , কাওকে
ছোট করার জন্য নয় , পাঠকের খারাপ লাগলে
আমি ক্ষমা চেয়ে নিচ্ছি
Biplab Banerjee.
No comments:
Post a Comment