বহু দিন নাহি খাই মহা ভুরিভোজ ;
খুজি ফিরি খালি হাতে, দুখী হই রোজ --
একদিন স্বপ্নতে দেবদূত এসে ;
ইন্দ্রর বার্থডের কার্ড দিল হেসে --
যথাদিনে দূত এসে টোকা দিল দোরে;
রথে চেপে তারই সাথে পাড়ি দিনু উড়ে --
লাগে তাক আরি বাপ কি মহা আয়োজন ;
মুনি ঋষি দেব দেবী কত সমাগম --
মিঠাইয়ের পাহাড় আর ক্ষিরে ভরা হ্রদ ;
সুস্বাদু লোভনীয় কত সত পদ --
আমি যেই খাব বলে বাড়িয়েছি থাবা ;
ছেলে ডাকে বেলা হলো উঠে পড় বাবা !!!
ha ha...bah besh hoyeche...nadal toke jagiye dilo!!! ki dukhho...
ReplyDelete:P