Sunday, 19 June 2011


"পুরি আমার খুব প্রিয় জায়গা , নীলাচল কেন বলে না গেলে বোঝা যাবেনা !"
শুভ্র তোমার জলরাশি যখন আছড়ে পড়ে পাড়ে -;
তোমার রূপের টানে সবার হৃদয় যেন নাড়ে !!
নীল চাদরে ঢাকা তোমার সোনার বেলাভূমি _;
ঢেওএর  ছন্দ গর্জনেতে অপরূপা তুমি !!

1 comment:

  1. tor koto bar Puri jaoa hoyeche? onko ta countable toh?
    :P

    ReplyDelete