Wednesday, 29 June 2011

Rajbhoger mohima !!




             ছাতু  ভরা  রুটি  খেত  সুখদেব  আহির  -;
                গোঁফে  ঘী  লাগিয়ে  করতেন  জাহির -;

                   চানা  যদি  খেতে  হয়  যাও  তবে  বিহারে -;
                     লিটি  চোখা  করে  কয়  দেখে  এস  তাহারে -;

                       উত্তম  মকাই  আর  বড়িয়া  রহর  ডাল -;
                         বাংলামে  কুছু  নাহি  সভিত  ভেজাল -;

                           এই  সব  শুনে  বুঝি  আছে  ওর  মনোরোগ -;
                             এক  ছুটে  নিয়ে  আসি  গোটা  কয়  রাজভোগ -;

                               দু গালে  ঠুসে  তার  বলি  ওরে  বিহারী -;
                                 চেখে  দ্যাখ  বাংলাতে  করে  কয়  বাহারি -;

                                   চোখ  বুজে  সুখদেব  নিল  তার  আস্বাদ -;
                                     গামছাতে  মুছে  গোঁফ  মুখে  নিয়ে  আহ্লাদ -;

                                        বলে  মেনে  গলতি  যাই ই  হযে  যাকনা -;
                                           রাজভোগ  ছেড়ে  কভী  যাবনাকো  পাটনা !!!!

Monday, 27 June 2011

gajodhar panda

         ছোট থেকে ডানপিটে গজধর পান্ডা  :,
                কথা কম চলে বেশি হাতে থাকা ডান্ডা  !!
       
         মিশকালো রং তার চেহারাটা দসাশয় :,
                গোল চোখ বড় মাথা দেখলে যে লাগে ভয়  !!

         লেখাপড়া অষ্টমে চার বারে থামা :,
                সেই থেকে কাজ চাই সন্ধানে নামা  !!

         চিড়িয়াখানাতে পেল কাজ এক খাসা  :,
                তত্ত্বাবধানে তার বাঘমামা বাসা  !!

         একঘেয়ে কাজ তাই ফন্দি আটে মনে  :,
                বাঘের পিঠেতে চেপে বেড়াব যে বনে  !!

         যেই ভাবা সেই কাজ একদিন দুপুরে  :,
                লাফ দিয়ে চেপে পড়ে ডানপিটে গজুরে  !!

         তারপর ছয় মাস গজু নাহি এলরে  :,
                 শুনলাম আজও আছে এপোলো বা ভেলোরে  !!!!

Monday, 20 June 2011

North Sikkim




"  Lachung" ice capped, a real honeymoon spot at North Sikkim.

What a place to visit, I will remember throughout my lifetime. North Sikkim really some may say "Heaven in Earth"
            It was in the year 2007 I spend few days there with my family and friends, the nature is very beautiful and wild there. God has given everything to make it Heaven.

Sunday, 19 June 2011


"পুরি আমার খুব প্রিয় জায়গা , নীলাচল কেন বলে না গেলে বোঝা যাবেনা !"
শুভ্র তোমার জলরাশি যখন আছড়ে পড়ে পাড়ে -;
তোমার রূপের টানে সবার হৃদয় যেন নাড়ে !!
নীল চাদরে ঢাকা তোমার সোনার বেলাভূমি _;
ঢেওএর  ছন্দ গর্জনেতে অপরূপা তুমি !!

Friday, 17 June 2011

petuker swapno !!!

বহু দিন নাহি খাই মহা ভুরিভোজ ;
খুজি ফিরি খালি হাতে, দুখী হই রোজ --
একদিন স্বপ্নতে দেবদূত এসে ;
ইন্দ্রর বার্থডের কার্ড দিল হেসে --
যথাদিনে দূত এসে টোকা দিল দোরে;
রথে চেপে তারই সাথে পাড়ি দিনু উড়ে --
লাগে তাক আরি বাপ কি মহা আয়োজন ;
মুনি ঋষি দেব দেবী কত সমাগম --
মিঠাইয়ের পাহাড় আর ক্ষিরে ভরা হ্রদ ;
সুস্বাদু লোভনীয় কত সত  পদ -- 
আমি যেই খাব বলে বাড়িয়েছি থাবা ;
ছেলে ডাকে বেলা হলো উঠে পড় বাবা !!!