ছাতু ভরা রুটি খেত সুখদেব আহির -;
গোঁফে ঘী লাগিয়ে করতেন জাহির -;
চানা যদি খেতে হয় যাও তবে বিহারে -;
লিটি চোখা করে কয় দেখে এস তাহারে -;
উত্তম মকাই আর বড়িয়া রহর ডাল -;
বাংলামে কুছু নাহি সভিত ভেজাল -;
এই সব শুনে বুঝি আছে ওর মনোরোগ -;
এক ছুটে নিয়ে আসি গোটা কয় রাজভোগ -;
দু গালে ঠুসে তার বলি ওরে বিহারী -;
চেখে দ্যাখ বাংলাতে করে কয় বাহারি -;
চোখ বুজে সুখদেব নিল তার আস্বাদ -;
গামছাতে মুছে গোঁফ মুখে নিয়ে আহ্লাদ -;
বলে মেনে গলতি যাই ই হযে যাকনা -;
রাজভোগ ছেড়ে কভী যাবনাকো পাটনা !!!!

