Thursday, 21 February 2013

louv lalosar boli

বাবু ,,

           তুরা বলিস ক্যানে বলী ---
            চিচায় চিচায় ময়রছে উরা .....
            কী বলীদান দিলি !!

                   কাল সাঁঝের বিলা আনলি তারে সাইকেলেতে চড়ে ....
                   চাং চ্যাঙ্গা সেই কালো পাঠা , সবার নজর নিল কেড়ে ....
                   আমি হেমা , দেবী কত খেললি উআর সাথে ...
                   তুইও এলি বারে বারে আঞ্জীর পাতা হাতে .....

         তাই কেমনি গেলি ভুলি ......
         ছটফটিয়ে ময়রছে উরা ....
         মনকামনার বলী !!

                  দ্যাখনা কত রক্ত বহে , মাটি হলো লাল .....
                  যে মাটি তে বানিয়ে মাকে , ডাকলি কত কাল ....
                  কিসের ভক্তি হাই রে বাবু , পাষান থেকেই গেলি ....
                  মায়ের কাছে সন্তানেরে হয়  নাকিরে  বলী ....

                                                                চিচায় চিচায় ময়রছে উরা
                                                                কেমনি গেলি ভুলি !!!

Monday, 18 February 2013

"baire bosonto "

 বাইরে এখনো পড়ন্ত বেলার মিঠে  রোদ .....

    বাতাস   এখনো শীতে মাখা ,  আছে পূবের রেশ .....

       তবুও  রাস্তার  ধারে  হার  মানেনি  সেই  রাধাচূড়া  .....

           যেন লাজে রাঙ্গা , লাল পেড়ে সাড়িতে , ডাকছে ......

               ইতি উতি পলাশ , জানায় আগমন  ঋতুরাজের  ....

                 আগমন  হোলি  , পোঙ্গল , বিহুর আর মিলন সমারোহের .....

                    আগমন   অপরুপা  প্রকিতি  আর নবীন মনের  , বাইরে যে বসন্ত !!!