Monday, 30 January 2012

RAMYO 'ROSONA'




      একটা জিনিস খুব খটকা লাগে মনের মধ্যে , খাইবার সহবত , অর্থাত

       table manners ... সেটা আবার কী বস্তু কখনো deeply ভেবেছেন  !!

       খাওয়া বাঙালিদের কাছে কোনো আর্টের চেয়ে কম নহে ..... একটা

       ছোট উদাহরণ দেওয়া যাক --- দ্বিপ্রহরে মায়ের হাতের রান্না করা

       গরম গরম ভাত , হিং দেওয়া বিউলির ডাল , গরম মসলা দিয়ে কচি

       এঁচরের ঝোল , বড়ি পোস্ত আর ছোট মাছের ঝাল মিষ্টি দিয়ে টক  ....

        এবার বন্ধু হাপুস হুপুস শব্দ যদি না বেরই ..তাহলে .... খাবারের

       প্রতি অবিচার নিশ্চয় হবে ..... আহা ... গরম মসলা , হিং , ফুলে ফেঁপে

       ওঠা পোস্ত ভরা বড়ি  ..... সব মিলেমিশে তার কী আস্বাদ .... table 

        manners  এখানে তোমার  স্থান  হইতো বাঙালিদের কাছে নেই ......

No comments:

Post a Comment