তবুও
তোমার নিরবতা, ভাঙ্গতে পারিনি ; -
বুঝিনি তোমার চাওয়া পাওয়া !!
ব্যর্থ তোমার, চোখের ভাষায় : -
প্রেমের কবিতা, দক্ষিনা হাওয়া !!
কখনো তুমি ঝরনা হযে ; -
মাতাও ছন্দে, বন পাহাড় !!
বৃষ্টি হযে, খরার দিনে ; -
ঝরাও সুধা হাজার বার !!
আবার তুমিই , জ্যোত্স্না আলোকে ; -
প্রাচীর হযে , করবে ম্লান !!
ইট , পাথর আর কাঁটাতারে ;-
বানাও বিরহ ব্যথার সোপান !!
তবুও ,
তুমি অসাধারণ, তোমার অস্তিত্ব ; -
অবলীলায় বাড়ায় গভীরতা !!
হাজার কাজের মাঝেও যে তাই ; -
ভাঙ্গার চেষ্টা, তোমার নিরবতা !!